Site icon Jamuna Television

গুগল, ওরাকল, মাইক্রোসফট ও আমাজনের সাথে চুক্তি সই পেন্টাগনের

গুগল, আমাজন, মাইক্রোসফট এবং ওরাকল ইন কর্পোরেশনের মতো প্রত্যেকটি টেক জায়ান্টের সাথে ৯০০ কোটি ডলারের চুক্তি করলো মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর রয়টার্সের।

২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে এই চুক্তি। যার আওতায় মার্কিন প্রতিরক্ষা বিভাগকে সবধরনের পরিষেবা দিবে কোম্পানিগুলো। বিশ্বব্যাপী সহজেই পাওয়া যায় এমন দূরবর্তী নেটওয়ার্কিং সেবা, ডোমেইন সুরক্ষা এবং দ্রুত তথ্য আদান-প্রদান থাকবে সে তালিকায়।

চলতি বছরই টেক জায়ান্টগুলোর সাথে বিবাদে জড়িয়েছিলো পেন্টাগন। তাই চুক্তি নবায়নে লাগলো কয়েক মাস সময়। এর ফলে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় আরও বেশি নির্দিষ্ট এবং সুনীপুন অভিযান চালাতে পারবে সামরিক বাহিনী।

এটিএম/

Exit mobile version