Site icon Jamuna Television

এবার ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

ছবি: সংগৃহীত

এবার ভারতে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এ বছরের সবচেয়ে ব্যবসা সফল ঢাকাই সিনেমা ‘হাওয়া’। বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর এ পশ্চিমবঙ্গে এবং ভারতজুড়ে ৩০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটারে শেয়ার করা ছবিটির মুক্তির ঘোষণার স্ক্রিনশট শেয়ার করেন তিনি।

এর, কয়েকদিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ‘হাওয়া’। কয়েক কিলোমিটার লাইন পড়েছিল নন্দনের সামনে। দর্শকের সে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবারের ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে হাওয়া।

/এসএইচ

Exit mobile version