Site icon Jamuna Television

‘কেজিএফ’ অভিনেতার মৃত্যু

প্রয়াত কৃষ্ণা জি. রাও।

চলে গেলেন কেজিএফ’খ্যাত কৃষ্ণা জি রাও। ৭ ডিসেম্বর দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে অভিনেতার মৃত্যু হয়। কেজিএফ সিনেমায় দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

কেজিএফের প্রযোজনা সংস্থা অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটারে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করেছে তারা।

জানা গেছে, প্রবীণ এ অভিনেতাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বার্ধক্যজনিত অসুস্থতার জন্য তার মৃত্যু বলে জানিয়েছে তার পরিবার।

২০১৮ সালে কেজিএফ সিনেমার প্রথম কিস্তিতে অভিনয়ের পর ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেন কৃষ্ণা জি রাও। দক্ষিণী ইন্ডাস্ত্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কয়েক দশক ধরে। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘ন্যানো নারায়ণাপ্পা’র ট্রেলার মুক্তি পেয়েছে। কিছুদিনের মধ্যেই কেজিএফের তৃতীয় কিস্তিতে কাজ করার কথা ছিল কৃষ্ণর। কিন্তু, তার আগেই তিনি ত্যাগ করলেন ইহলোকের মায়া।

/এসএইচ

Exit mobile version