Site icon Jamuna Television

শুধু মেসি নয়, আরও এক খেলোয়াড়কে নজরে রাখতে হবে: আকে

ছবি: সংগৃহীত

শুধু মেসিই নয়, আর্জেন্টিনা দলের আরও একজন খেলোয়াড় অনেক মারাত্মক বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে।

তিনি বলেন, এটা শুধু মেসির ব্যাপার নয়। তাদের আরও কয়েকজন দারুণ খেলোয়াড় আছে এবং এটা অসাধারণ একটা ম্যাচ হতে যাচ্ছে। মেসির পাশাপাশি এই ম্যাচে সামলাতে হবে জুলিয়ান আলভারেজকেও। আলভারেজ অত্যন্ত বিপজ্জনক একজন খেলোয়াড়।

জুলিয়ান আলভারেজ চলতি আসরে দুই গোল করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ও পোল্যান্ডের বিপক্ষে একটি। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় গোলের আশায় মুখিয়ে থাকবেন তিনি।

২২ বছর বয়সী এই খেলোয়াড় সম্পর্কে আকে বলেন, আলভারেজ খুব কৌশলী একজন খেলোয়াড়। তাকে মার্ক করা খুবই কঠিন। সে একাধারে গোলের সুযোগ সৃষ্টি করে এবং নিজেও গোল করে। তাকে মোকাবেলা করা অনেক কঠিন হবে।

মেসিকে আটকানো নিয়ে আকে বলেন, মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন। তাকে থামানো খুব কঠিন হবে। খেলোয়াড় হিসেবে সে খুবই কৌশলী। তাকে অনুশীলনে মার্ক করাও অনেক কঠিন। সে খুবই দুর্দান্ত এবং ফিনিশিংয়েও খুব ভালো। তাই এটা খুব কঠিন কাজ হবে।

/এনএএস

Exit mobile version