Site icon Jamuna Television

আমান উল্লাহ আমান ও আইনজীবী হিমেলের জামিন, রিজভীসহ কারাগারে ৪৩৬

রুহুল কবির রিজভীকে গ্রেফতারের দৃশ্য।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং আইনজীবী হিমেলের জামিন মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় দায়েরকৃত মামলার ১৪ আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ ছাড়া বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ বাকি ৪৩৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে তাদের মধ্যে ১৪ জনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এসজেড/

Exit mobile version