Site icon Jamuna Television

আলোচনায় লেডি গাগার কুকুর হত্যা

নিজের পোষা কুকুরদের সাথে লেডি গাগা।

বিশ্বখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগার কুকুর ‘ওয়াকার’কে অপহরণ ও পরে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল জেমস হাওয়ার্ড জ্যাকসন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কুকুর হত্যা মামলায় সে ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণা করল আদালত। অপরাধীকে দিয়েছে ২১ বছরের জেল।

জানা গেছে, ২০২১ সালে লেডি গাগার কুকুরের প্রশিক্ষক রায়ান ফিশার গাগার ৪টি ফ্রেঞ্চ বুলডগ কুকুর নিয়ে হাঁটছিলেন। ওই সময় জ্যাকসন ও তার সহযোগীরা কুকুরগুলো চুরি করতে রায়ানের ওপর হামলা করে। একপর্যায়ে তারা রায়ানের বুকে গুলি করলে তিনি গুরুতর আহত হন। এবং গোলাগুলির মধ্যে পড়ে একটি কুকুর মারা যায়। একটি কুকুর ঘটনাস্থল থেকে পালাতে পারলেও বাকি দুটি কুকুরকে নিয়ে পালিয়ে যায় জ্যাকসন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস একে ‘ঠাণ্ডা মাথার’ হামলা বলে অভিহিত করেছে।

হামলার পর কুকুরগুলো ফিরে পেতে ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেন লেডি গাগা। তার দুইদিন পরই চুরি করা দুটি কুকুরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয় সন্দেহভাজনরা।

/এসএইচ


Exit mobile version