Site icon Jamuna Television

হাজারীবাগে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকায় দুই শিশু সন্তানসহ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দুই সন্তানকে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন।

ওই নারীর স্বামী সাদ্দাম হোসেন জানান, বাচ্চাদের ঠান্ডা লাগা নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। দুই মাস আগে হাজারীবাগের গদিঘর এলাকায় একটি বাসা ভাড়া নেন উবার চালক সাদ্দাম। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। তবে হাসিনা বেগমকে নির্যাতনের অভিযোগ করেছেন তার স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় কোচিং থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখে সাদ্দামের বড় ছেলে সালমান। খবর দেয় বাড়িওয়ালাকে। দরজা ভেঙে ভেতরে ঢুকলে মায়ের ঝুলন্ত দেহ দেখতে পায়। বিছানায় পড়েছিল তিন বছর বয়সী বোন সাদিয়া আর ৭ মাস বয়সী ছোট ভাই সিয়াম। পরে থানায় খবর দিলে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুই শিশুকে বিষ প্রয়োগে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মা। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version