Site icon Jamuna Television

রাতে নেদারল্যান্ডের বিরুদ্ধে লড়বে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের শেষ আটের ম্যাচে রাত একটায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে লাতিন জায়ান্ট আর্জেন্টিনা। লিওনেল মেসির উড়ন্ত ফর্ম কোচ স্কালোনিকে আত্মবিশ্বাস দিলেও দুশ্চিন্তা লাওতারো মার্টিনেজের বাজে ফর্ম নিয়ে। দলের শক্তি বাড়াতে চোট কাটিয়ে ফিরছেন ডি মারিয়া। অন্যদিকে মেসিকে নিয়ে চিন্তা নেই ডাচ শিবিরে। আলবিসেলেস্তাদের হারিয়ে ২০১৪ বিশ্বকাপে হারের স্মৃতি ভুলতে চায় লুই ফন গালের দল।

সৌদি আরবের বিপক্ষে হোঁচটের পর স্বরূপে ফেরা টিম আর্জেন্টিনার। তবে সবশেষ ম্যাচে দলটিকে ভুগিয়েছে আক্রমণভাগ। লাওতারো মার্টিনেজের সহজ সব ভুল বড় হতে দেয়নি জয়ের ব্যবধান। প্রশ্ন উঠেছে শেষ আটের লড়াইয়ে তবে কি একাদশে দেখা যাবে পাবলো দিবালাকে? সবশেষ অনুশীলনেও দেখা মিলেছে এই রোমা ফরোয়ার্ডের। তবে কোচ স্কালোনির আস্থা লাওতারো মার্টিনেজেই। আর চোট কাটিয়ে দলে ফিরছেন ডি মারিয়া।

২০১৪ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে মেসিকে বোতলবন্দি করে রেখেছিল ডাচ শিবির। এলএমটেন এবার পারবেন কি সেই বৃত্ত ভাঙ্গতে?

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, কালকে অনেক সুন্দর একটা ম্যাচ হবে আমি নিশ্চিত। আমি নিশ্চিত কারণ দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। নেদারল্যান্ডস আক্রমণাত্মক হলেও তারা রক্ষণে বেশ ভালো আমাদের মতোই। ফুটবল এভাবে যাচ্ছে। আপনি যদি শুধু আক্রমণের কথা ভাবেন, তাহলে আপনাকে এর মূল্য চুকাতে হবে।

এদিকে, আসরের শুরুটা সুখকর ছিল না নেদারল্যান্ডসের। সেনেগালের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর ইকুয়েডরে কাছে পয়েন্ট হারায় দলটি। তবে শেষ ষোলোতে সেরা ছন্দে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে। যে আত্মবিশ্বাস লুই ফন গাল কাজে লাগতে চান শেষ আর্জেন্টিনার বিপক্ষে। বিশেষ করে মেসিকে আটকানোর কৌশল এই ডাচ কোচের ভালোই জানা। তবে যত দুশ্চিন্তা ম্যাক অ্যালিস্টার-আলভারেজদের মতো নতুন তারকাদের নিয়ে।

নেদারল্যান্ড কোচ লুই ফন গাল বলেন, আর্জেন্টিনা বেশ কিছু তারকা সম্বলিত অন্যতম সেরা ফুটবল দল। সত্যি বলতে কালকে আমাদের টুর্নামেন্ট শুরু হবে। আমরা কোনো দলকে ছোট হিসেবে দেখতে চাই না। আমাদের জয় পেতে হবে।

তিনবার ফাইনাল খেলেও বিশ্বকাপে এখন পর্যন্ত শিরোপাহীন নেদারল্যান্ডস। অধরা সেই ট্রফি জয়ে ডাচদের মুল ভরসা মধ্যমাঠ। ৪-৩-৩ ফরমেশনে খেলা দলটির মাঝমাঠের নেতৃত্ব দেবেন ডি ইয়ং। আছেন ফন ডাইক, ফ্র্যাঙ্ক ইয়ংদের মতো পরীক্ষিতরা।

ইউএইচ/

Exit mobile version