Site icon Jamuna Television

দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, প্রয়োজন সচেতনতা: দুদক চেয়ারম্যান

দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এ জন্য প্রয়োজন সচেতনতা ও সদিচ্ছা। এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সশয় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, তাই সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। দুর্নীতি নিজে করবো না, সহযোগিতা করবো না, এমন প্রতিজ্ঞা করতে হবে।

এর আগে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময়, বিভিন্ন সংস্থা ও রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন।

ইউএইচ/

Exit mobile version