Site icon Jamuna Television

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে সদর থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহানের বাড়ি মানিকগঞ্জ জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে শাহজাহান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শাহজাহান ঝিনাইদহে এসেছিলেন মাছের আঁশ কেনার উদ্দেশে। মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি।

এএআর/ইউএইচ/

Exit mobile version