Site icon Jamuna Television

গণতান্ত্রিক সরকারের দাবিতে উত্তাল সুদান

গণতান্ত্রিক সরকারের দাবিতে ফের উত্তাল আফ্রিকার দেশ সুদান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানী খার্তুমে বিক্ষোভকারীদের সাথে সেনাসদস্যদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এপির।

এদিন সেনাশাসনের অবসানে রাজপথে জমায়েত হন বিক্ষোভকারীরা। সেনাশাসকের পদত্যাগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে দিতে থাকেন স্লোগান। র‍্যালি নিয়ে আগ্রসর হন প্রেসিডেন্টের বাসভবনের দিকে। এসময় বিক্ষোভ দমনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। রাবার বুলেট, জলকামান, টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এসময় সেনাসদস্যদের দিকেও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে প্রাণহানি হয়নি কারো।

গেল বছরের অক্টোবরে, সামরিক অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভে উত্তাল সুদান। একবছরে বিভিন্ন সময়ের আন্দোলনে প্রাণ হারিয়েছেন শতাধিক।

এটিএম/

Exit mobile version