Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পর্তুগাল

টানা ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা কবলিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবন। বুধবার (৭ ডিসেম্বর) থেকে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এ দুর্যোগ পরিস্থিতি। খবর এপির।

এতে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, রেলস্টেশন। জলাবদ্ধতার জেরে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানি ঢুকে গেছে হাসপাতালেও। পানির তোড়ে ভেসে গেছে বহু যানবাহন। বিমানবন্দরের রানওয়েতে জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।

সর্বোচ্চ সতর্কতা আরোপ করেছে শহর প্রশাসন। বাসিন্দাদের অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। আর নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে। প্রাণহানির ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নিতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে সড়ক বন্ধ হবার কারণে বাঁধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ। বৃষ্টিপাতের অব্যাহত থাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দফতর।

এটিএম/

Exit mobile version