Site icon Jamuna Television

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যান চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি:

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের সংখ্যা কমেছে বলে জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নৌযান চলাচল স্বাভাবিক থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় যানবাহনের সিরিয়াল নেই। এছাড়া সকাল থেকে রাজবাড়ীর অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবা‌হী বাস চলাচল করছে। তবে ছাড়েনি দূরপাল্লার বাস। এছাড়া অন্যান্য দিনের তুলনায় ঢাকাগামী যাত্রীর চাপও তেমন চোখে পড়েনি।

ঘাট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে। ফলে ঘাটে এসে কোনো যানবাহনকে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এছাড়া স্বাভাবিক রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল।

রাজবাড়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান জানান, রাজবাড়ী থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের চেয়ে আজ যাত্রী সংখ্যা অনেক কম।

এএআর/এটিএম/

Exit mobile version