Site icon Jamuna Television

রাজবাড়ীতে বন্দুকসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা থেকে একটি একনলা বন্দুক ও দুইটি কার্তুজসহ ফজলুর রহমান ওরফে ফইজো (৪৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ফইজোর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পাংশা উপজেলার যশাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফইজো ইউনিয়নের পশ্চিম বালিয়া গ্রামের পবন প্রামাণিকের ছেলে।

ডিবি পুলিশের ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন কবরস্থানের পাশের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও দুইটি কার্তুজসহ ফজলুর রহমান ওরফে ফইজো (৪৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Exit mobile version