Site icon Jamuna Television

গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশের অনুমতি দিলো ডিএমপি

ছবি: সংগৃহীত

শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৯ ডিসেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি বলে জানান দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কমলাপুর স্টেডিয়ামে অনুমতি না পেয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর আবেদন করে বিএনপি।

প্রসঙ্গত, ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুলিশ সেখানে সমাবেশের অনুমতি দেয় না। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা বলে পুলিশ। বিএনপি সেখানে সমাবেশ করতে রাজি হয় না।

পরবর্তীতে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে তারা সমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাঙলা কলেজ মাঠকে পছন্দ করেন।

শুক্রবার বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছেন তারা।

/এনএএস

Exit mobile version