Site icon Jamuna Television

আরব আমিরাতে ৩ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতে নিজ বাসা থেকে তিন বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুর এলাকার গিয়াস উদ্দিন, পটিয়ার বাহুবলি এলাকার আমিরুল ইসলাম কাইয়ুম ও মোহাম্মদ রাকিব।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে রাস আল খাইমাহ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাস আল খাইমাহর বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এম এ মুসা।

তিনি বলেন, ওই তিন যুবক বাংলাদেশি মালিকানাধীন একটি গ্রোসারিতে কাজ করতেন এবং গ্রোসারি সংলগ্ন কক্ষে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রোসারির জেনারেটর থেকে নিঃসৃত গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় তারা মারা গেছেন। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তিন যুবকের মৃত্যুর কারণ জানতে পুলিশের সাথে যোগাযোগ রাখছি।

এএআর/

Exit mobile version