Site icon Jamuna Television

কঙ্গোতে ভয়াবহ কলেরার প্রাদুর্ভাব

আশঙ্কাজনক হারে কলেরা বিস্তার লাভ করেছে কঙ্গো প্রজাতন্ত্রে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) একে সম্ভাব্য ‘স্বাস্থ্য বিপর্যয়’ হিসেবে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। খবর রয়টার্সের।

গেল দশ দিনে সাত হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। কর্তৃপক্ষ জানায়, আক্রান্তদের বেশিরভাগই শিশু। তাদের মধ্যে এক তৃতীয়াংশের বয়স পাঁচ বছরের কম। ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত ১ লাখ ৭৭ হাজার বাসিন্দা। সুপেয় পানির, যথাযথ শৌচ ব্যবস্থার অভাব এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার জেরে আশঙ্কাজনক হারে বাড়ছে কলেরার প্রাদুর্ভাব।

এটিএম/

Exit mobile version