Site icon Jamuna Television

রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত দীর্ঘ যানজট

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পুলিশ জানায়, রাজেন্দ্রপুর-কিশোরগঞ্জ মহাসড়কে ভোরে একটি পণ্য বোঝাই লরি উল্টে যায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। উভয় পাশে আটকে পড়ে হাজারো যানবাহন। বেলা ১২টার দিকে রেকার দিয়ে লরিটি রাস্তা থেকে সরিয়ে নিলে শুরু হয় যানচলাচল। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট কাজ করছে হাইওয়ে পুলিশ।

Exit mobile version