Site icon Jamuna Television

বিয়ের অনুষ্ঠানে হঠাৎ ঢুকে পড়লো ষাঁড় (ভিডিও)

ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলছিল। খাওয়াদাওয়ার আয়োজনও করা হয়েছিল মহাসমারোহে। অতিথিরাও একে একে হাজির হচ্ছিলেন সেই বিয়েবাড়িতে। কেউ বসে কেউ দাঁড়িয়ে গল্প করছিলেন। অনেকে আবার খাবার টেবিলে পৌঁছে গিয়েছিলেন। এমন সময় সেখানে এসে হাজির বিশাল সিংওয়ালা এক ষাঁড়।

ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির কোনো এক বিয়ে বাড়িতে। এমন পরিস্থিতিতে যে যেদিকে পারেন দৌড়ানো শুরু করেন। অনুষ্ঠানের মাঝে আচমকাই ঢুকে পড়ায় বিয়েবাড়িতে হইহই পড়ে যায়। ষাঁড়টিকে তাড়াতে গিয়ে একজনকে তো পাল্টা আক্রমণ করে বসছিলো সেটি। আরেকজন তো প্রাণীটির হাত থেকে বাঁচতে খাবার টেবিলের পাশে গিয়ে আশ্রয় নেন।

বেশ কিছু ক্ষণ ষাঁড় আর মানুষের দৌড়দৌড়ি চলে। তার পর প্যান্ডেলের এক জায়গায় ফাঁক পেয়ে সেখান থেকে গলে বেরিয়ে যায় ষাঁড়টি। তবে সেখানকার অতিথিদের ভাগ্য ভালো ছিলো যে অনুষ্ঠানের জায়গাটি বেশ বড় ছিল। ফলে সহজেই রক্ষা পান তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এটিএম/

Exit mobile version