Site icon Jamuna Television

তেলের দাম বেধে দেয়ার জেরে আবারও হুঁশিয়ারি পুতিনের

পশ্চিমারা প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করে দেয়ায় আবারও হুমকি দিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, তেল রফতানিতে পশ্চিমাদের এমন দাম নির্ধারণে উৎপাদন কমিয়ে দিতে পারে মস্কো। খবর এএফপির

শুক্রবার (৯ ডিসেম্বর) পুতিন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আঞ্চলিক সম্মেলনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন ক্রেমলিন প্রধান বলেন, প্রয়োজনে আমরা সম্ভাব্য উৎপাদন কমানোর বিষয়টি বিবেচনা করব।

তিনি আরও বলেন, তেলের মূল্য সীমা নির্ধারণ মূর্খের মতো কাজ। এমন সিদ্ধান্ত পুরো বিশ্ব জ্বালানী বাজারের জন্য ক্ষতিকর। তবে এর ফলে রাশিয়া কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। আগামী কিছুদিনের মধ্যে এ বিষয়ে মস্কো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

এর আগে মস্কোকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে অস্ট্রেলিয়াসহ জি সেভেন রাষ্ট্রগুলো প্রতি ব্যারেল তেলের দাম ৬০ ডলার নির্ধারণ করে দেয়। যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

এটিএম/

Exit mobile version