Site icon Jamuna Television

দেশে প্রতি দশ হাজারে ১৭ শিশু অটিস্টিক

দেশে প্রতি দশ হাজারে ১৭ জন শিশু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার এন্ড অটিজম (ইপনা) সারা দেশব্যাপী এক জরিপ শেষে এ তথ্য উপস্থাপন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়। ২০১৭ সালের মে থেকে নভেম্বর পর্যন্ত দেশের ৮ বিভাগের ৩০টি জেলার ৮৫টি এলাকায় এই জরিপ চালানো হয়।

১৬ থেকে ৩০ মাস বয়সী ৩৮ হাজার ৪শ ৪০ জন শিশু এই জরিপের আওতায় আসে। যার মধ্যে পল্লি এলাকায় প্রতি দশ হাজারে ১৪ জন এবং শহর এলাকায় প্রতি দশ হাজারে ২৫ জন অটিজম আক্রান্ত শিশুর সন্ধান পাওয়া যায়।

জরিপের প্রাপ্ত ফলাফলে অটিজম আক্রান্ত মেয়ে শিশুর চেয়ে ছেলে শিশুর সংখ্যা আড়াই গুণ বেশি বলে জানান জরিপ পরিচালনাকারীরা।

Exit mobile version