Site icon Jamuna Television

রুশ-ইরান সামরিক অংশীদারিত্বে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক অংশীদারিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দু’দেশের এই সামরিক সহযোগিতা ইউক্রেনসহ পুরো বিশ্বের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। খবর এএফপির।

শুক্রবার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের এ উদ্বেগের কথা জানান। জানান, রাশিয়া ইরানের সাথে অস্ত্র উন্নয়ন এবং প্রশিক্ষণের মতো কর্মসূচি হাতে নিতে যাচ্ছে।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের কাছে তথ্য আছে যে, মস্কো এবং তেহরান যৌথভাবে রাশিয়ায় প্রাণঘাতী ড্রোন তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা ইরানকে এই পদক্ষেপ না নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ইউক্রেন যুদ্ধে মস্কোকে প্রাণঘাতী ড্রোন সরবরাহের জন্য ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব ইরানের প্রতি নিন্দা জানিয়ে আসছে। আরও অভিযোগ, এই ড্রোনের সাহায্যে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলা করে আসছে।

প্রথমে ড্রোন সরবরাহের কথা ইরান অস্বীকার করলেও পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা রাশিয়াকে অল্প সংখ্যক ড্রোন দিয়েছে। যদিও তা ইউক্রেন যুদ্ধের বেশ আগে।

এটিএম/

Exit mobile version