Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের আলোচিত জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে আলোচিত জর্জ ফ্লয়েডকে হত্যাকাণ্ডের সময় উপস্থিত সাবেক পুলিশ কর্মকর্তা আলেকজান্ডার কুয়েংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৯ ডিসেম্বর) ঘোষণা করা হয় এ সাজা। খবর আল জাজিরার।

রায়ে বলা হয়, জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য দায়ী ডেরেক শোভিনের তুলনায় তার অপরাধ তুলনামূলক কম থাকায় এ শাস্তি নির্ধারিত হয়েছে। হত্যাকাণ্ডের সময় তিনি ফ্লয়েডের পিঠে হাঁটু গেড়ে বসেছিলেন বলে নিশ্চিত হয়েছেন কৌঁসুলিরা। রায় ঘোষণার সময় কারাগার থেকে অনলাইনে যুক্ত ছিলেন আলেকজান্ডার। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।

এর আগে গেল অক্টোবরে ফ্লয়েডের নাগরিক অধিকার খর্ব করার জেরে সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি। এ রায়ে সন্তোষ জানিয়েছে ফ্লয়েডের পরিবার। আপিল করার সুযোগ থাকলেও তা করেননি তারা।

২০২০ সালে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে জাল টাকা ব্যবহারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। হাতকড়া পরানো অবস্থায় তাকে মাটিতে শুইয়ে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন মৃত্যু হয় তার। এতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে প্রতিবাদের ঝড় ওঠে বিশ্বজুড়ে।

এটিএম/

Exit mobile version