Site icon Jamuna Television

বিক্ষোভে অশান্ত পেরু, পার্লামেন্ট বিলুপ্তি ও আগাম নির্বাচনের দাবি

বিক্ষোভ-সহিংসতায় এখনও অশান্ত লাতিন দেশ পেরু। পার্লামেন্ট বিলুপ্তি ও আগাম নির্বাচনের দাবিতে শুক্রবারও রাজপথে নামে হাজারো মানুষ। খবর রয়টার্সের।

রাস্তা অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। রাজধানী লিমাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে প্রতিবাদ সমাবেশ করেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর সমর্থকরা। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে শ্লোগান দেন তারা। রাজধানীতে মিছিলে যোগ দেয় কৃষক প্রতিনিধিরা। পুলিশের বাধার মুখে পড়ে তারা। ব্যারিকেড উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ।

বুধবার দেশটির পার্লামেন্টে অভিশংসনের পর ক্ষমতাচ্যুত করা হয় প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে। ওইদিনই পার্লামেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে আটক করা হয় তাকে। অন্তর্বর্তীকালীন হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নেন দিনা বোলুয়ার্তে।

এটিএম/

Exit mobile version