Site icon Jamuna Television

ঢাকায় গণপরিবহন সংকট, বন্ধ দূরপাল্লার বাস

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর সড়কে গণপরিবহনের উপস্থিতি একেবারেই কম। দূরপাল্লার যানবাহনও চলছে না। সায়েদাবাদে গিয়ে দেখা যায় বাসের টিকিট কাউন্টারগুলো বন্ধ।

এদিন, সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি হলেও বেসরকারি কর্মজীবী বা বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে নগরীর বিভিন্ন সড়কে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারীরা। এদিন সকালে যাত্রাবাড়ী, গুলিস্তান, শ্যামলী, ফার্মগেট, শনির আখড়া, রায়েরবাগ, শ্যামলী ও মহাখালীসহ বিভিন্ন স্থানে বাসের দেখা মেলেনি।

কেউ পায়ে হেঁটে কেউ-বা অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি কিংবা রিক্সায় গন্তব্যে যাচ্ছেন। পিক আপকে বিকল্প পরিবহন হিসেবে বেছে নিয়েছেন অনেকে।

এদিকে, ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। আবার ঢাকায় প্রবেশও করছে না। সায়েদাবাদ ও কমলাপুর এলাকার কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রী না থাকায় বাস চালাতে পারছেন না তারা।

/এমএন

Exit mobile version