Site icon Jamuna Television

আর্জেন্টিনার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে মার্কিন সাংবাদিকের মৃত্যু

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচ চলাকালীন মারা গেছেন এক মার্কিন সাংবাদিক। ৪৯ বছর বয়সী ওই সাংবাদিকের নাম গ্রান্ট হোয়াল। খবর দ্যা ওয়ালের।

শুক্রবার (৯ ডিসেম্বর) ম্যাচ সংক্রান্ত খবর সংগ্রহ করতে কাতারের লুসাইল স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, খেলা চলাকালীন আচমকাই আসন থেকে নীচে পড়ে যান গ্রান্ট। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তার পরও মার্কিন সাংবাদিককে বাঁচানো যায়নি।

বিশ্বকাপ শুরুর দিন থেকেই সমপ্রেমীদের আন্দোলনকে সমর্থন জানানোয় খবরের শিরোনামে ছিলেন গ্রান্ট। তবে কেন তার মৃত্যু হয়েছে, এই নিয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি কাতার সরকার।

/এমএন

Exit mobile version