Site icon Jamuna Television

‘নিরপেক্ষতার নামে ভারসাম্য রাখার অপনীতি গণমাধ্যমে রয়েছে’

নিরপেক্ষতার নামে ভারসাম্য রাখার অপনীতি গণমাধ্যমে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে পিআইবি এবং এটুআই এর যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, নিরপেক্ষতার নামে গণমাধ্যমে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধীর মাঝে ভারসাম্য নীতি ত্যাগ করা উচিত। এসময় তরুণ সাংবাদিকদের স্বাধীনতার চেতানায় কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক গোলাম সারোয়ার অকারণে কারও চরিত্র হরণ থেকে বিরত থাকতে তরুণ প্রজন্মের সাংবাদিকদের পরামর্শ দেন। একই সাথে সাংবাদিকরা যেন দুর্নীতিতে না জড়ায় সে বিষয়ে সচেতন থাকার আহ্বানও জানান তিনি।

Exit mobile version