Site icon Jamuna Television

ফন গালের মুখ বন্ধ রাখা উচিৎ: এমি মার্টিনেজ

ছবি: সংগৃহীত

ফন গালের মুখটা বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক এমি মার্টিনেজ। ম্যাচ শেষে তিনি এমন মন্তব্য করেন।

তিনি দাবি করেন, ডাচ কোচ ফন গাল ফুটবলারদের বলেছেন, তারা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে নেদারল্যান্ডস জিতে যাবে। মূলত এই কথাতেই ক্ষেপে যান মার্টিনেজ।

ম্যাচের আগ থেকেই আর্জেন্টিনাকে কথার খোঁচা দিতেই থাকেন ডাচ এই কোচ। ডাচ কোচ বলেছিলেন, আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না। এটাকেই কাজে লাগাতে হবে।

তার এই কথাটা লিওনেল মেসিও ভালোভাবে নেননি। খেলায় গোল করার পর ডাচ বেঞ্চের সামনে গিয়ে মেসির উদযাপনই তার প্রমাণ। মেসিও ক্ষেপেছেন এই কোচের ওপর।

ম্যাচ শেষে মেসি ডাচ কোচ ফন গাল এবং তার সহযোগীদের ওপর ক্ষোভ প্রকাশ করে মেসি বলেন, সে অনেক বেশি কথা বলে।

/এনএএস

Exit mobile version