Site icon Jamuna Television

ম্যারাডোনার আত্মা আমাদের বিশ্বকাপের দিকে নিয়ে যাচ্ছে: মেসি

দিয়াগো ম্যারাডোনার আত্মাই আর্জেন্টিনাকে স্বপ্নের শিরোপার দিকে ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে! নেদারল্যান্ডসকে হারানোর পর এমন বিশ্বাসের কথা জানালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

শুক্রবার রাতে টাইব্রেকারে ডাচদের হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আলবিসেলেস্তেরা। এই ম্যাচের সেরা হওয়া মেসি গোল করেছেন, করিয়েছেন। এরপর গোলরক্ষক মার্টিনেজের দৃঢ়তায় জয় তুলে নিয়ে সেমিতে ওঠে তারা।

এরপরই মেসি বলেন, দলের সাথে ম্যারাডোনার আত্মা আছে। ৮৬’র বিশ্বকাপের অধিনায়কই দলকে স্বপ্নের শিরোপার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মেসি আরও বলেন, দিয়াগো আমাদের স্বর্গ থেকে দেখছেন। উনিই আমাদের ফাইনালের পথে এগিয়ে দিচ্ছেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।

এমন জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাসে খুশি মেসি। জানান, আমরা সকলেই এই মুহূর্তটা উপভোগ করেছি। দলের সকলেই আনন্দিত, দর্শকরাও অনেক এই সময়টা উপভোগ করেছে। এখন আমরা শীর্ষ চার দলের একটি। আমাদের কাঁধে এখন অনেক বড় দায়িত্ব।

Exit mobile version