Site icon Jamuna Television

বিজয় দিবস উপলক্ষে ব্লকবাস্টার সিনেমাসের বিজয় উৎসব কনটেস্ট

বিজয় দিবস উপলক্ষে ব্লকবাস্টার সিনেমাস আয়োজন করেছে ‘বিজয় উৎসব কনটেস্ট’। বিজয় দিবস উদযাপনের ছবি, আপনার ছবি এবং একটি ক্যাপশন পোস্ট করে জিতে নিতে পারেন গুলশান শাড়ী মিউজিয়াম, বিগ বস, টিনস্ ক্লাব, মমতাজ,  সিক্সস- সেভেন, লং লাইফ হসপিটাল, হুর দ্যা ব্রান্ড, ভোগ লাইফ স্টাইল, মিঠাই-এর সৌজন্যে আকর্ষণীয় গিফট ভাউচার।

১৭ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত এই অফার চলবে। ১৯ ডিসেম্বর বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে আয়োজিত জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আরও বিস্তারিত জানতে ব্লকবাস্টার সিনেমাস ফেসবুক পেজে ভিজিট করতে পারেন।

পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- যমুনা টিভি, দৈনিক যুগান্তর ও ক্যানভাস।

/এনএএস

Exit mobile version