Site icon Jamuna Television

কালীগঞ্জে ঘাতক ট্রাক কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শাহ আলম চঞ্চল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক রবিন। শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বৈশাখী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চলের বাড়ি মহেশপুর উপজেলার জিন্নানগর ইসলামপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ১০ চাকার একটি ট্রাক কালীগঞ্জ বৈশাখী মোড়ে পৌঁছে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাইকের পেছনে বসা চঞ্চল ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে দুর্ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু হয়নি।

এএআর/

Exit mobile version