Site icon Jamuna Television

জাপানে বন্যায় নিহত প্রায় ২০০

জাপানে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে দুশো’র কোঠায়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, এখনও নিখোঁজ অন্তত ৬০ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে চাপা পড়া ঘর-বাড়ি উদ্ধারে এখনও অভিযান চলছে। এছাড়া, প্রতি ঘরে-ঘরে দুর্ঘটনায় নিহত বা জীবিত’র সন্ধান চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীরা। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ব্যবস্থাও।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলার জন্য স্থানীয় প্রশাসনকে ২ কোটি ডলার অর্থ-বরাদ্দের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। এছাড়া, দুর্গতদের আশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছে ৭১ হাজারের বেশি অস্থায়ী ঘরবাড়ি।

যমুনা অনলাইন: এআর

Exit mobile version