Site icon Jamuna Television

ওডেসার বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক হামলা রাশিয়ার, অন্ধকারে ১৫ লাখ ইউক্রেনীয়

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের ওডেসায় বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্ধকারে দেশটির দক্ষিণাঞ্চলের ১৫ লাখ মানুষ। শনিবার (১০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় এমন দাবি করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর ওডেসা জার্নালের।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ড্রোন দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কিছু বেসামরিক বাড়িঘর। বাখমুতে জরুরি বিভাগগুলোকে টার্গেট করে চালানো হয় হামলা। ফলে বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে ওই এলাকার মানুষ। তীব্র ঠান্ডায়ও দোনবাসের শহরটিতে গৃহহীন অবস্থায় দিন কাটছে অনেকের।

এদিকে, টানা গোলাবর্ষণ চলছে দোনোৎস্কেও। শনিবার রাতভর চলে হামলা। অক্টোবর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করছে মস্কো। কিয়েভের দাবি, ইরানের তৈরি শত শত শহীদ ওয়ান থার্টি সিক্স ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালানো হয়।

এসজেড/

Exit mobile version