Site icon Jamuna Television

আড়াই বছরেও ভাড়াটে মিললো না সুশান্ত সিং রাজপুতের সেই ফ্ল্যাটের

মুম্বাইয়ের যে ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ পাওয়া গিয়েছিলো সেই ফ্ল্যাটটি গত আড়াই বছর ধরে বিক্রি করার চেষ্টা করছিলেন মালিক। কিন্তু হয়নি বিক্রি। পরে সিদ্ধান্ত নেন ভাড়া দেয়ার। কিন্তু মিলছে না পছন্দসই ভাড়াটে।

ফ্ল্যাটটির মালিক একজন ভারতীয় প্রবাসী। মাসে ৫ লক্ষ টাকা ভাড়ার বিনিময়ে বিজ্ঞাপনও দিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর কোনো বলিউড তারকাকে ভাড়া দিতে চান না তিনি।

সংবাদ সূত্রে জানা গেছে, সবাই ভয় পাচ্ছিলেন ফ্ল্যাটে যেতে। যখন গিয়ে শুনছেন এখানেই সুশান্ত মারা গিয়েছিলেন, আর দ্বিতীয়বার আসছেন না। এ রকমই চলছিল। সম্প্রতি কেউ কেউ আগ্রহ প্রকাশ করছেন। যেহেতু সুশান্ত মারা যাওয়ার খবর পুরোনো হয়ে গেছে, সেই থমথমে রেশটা কেটেছে। মালিক আশা করছেন খুব শিগগিরই কাউকে পেয়ে যাবেন।

২০২০ সালের ১৪ জুন মারা গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বাসার ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিলো তাকে। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছিলেন সুশান্ত। এই নিয়ে বছর খানেক সময় চলে নানা রকম জল্পনা কল্পনা। সেই কারণেই কেউ কিনতে রাজি হননি ফ্ল্যাটটি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এটিএম/

Exit mobile version