Site icon Jamuna Television

দিনাজপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত ৩

স্টাফ করোসপন্ডেন্ট, দিনাজপুর:

দিনাজপুরের ফুলবাড়ী সড়কের ২নং আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর নামক স্থানে বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী পুলিশের প্রাথমিক ধারণা, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, পিকআপ চালক অলি উল্লা, হেলপার মো. নিশান বোয়ালিয়া এবং মো. মোতাসির বিল্লা।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল পিকআপটি। এ সময় বিপরীত দিক আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার বিগ্রেড সেখানে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ আরও জানায়, দুঘটনার পর বাসটি পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটকের চেষ্টা চালাচ্ছে।

এটিএম/

Exit mobile version