Site icon Jamuna Television

ডাচদের নতুন কোচ কোম্যান

২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ডাচরা। এরপরই পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের ৭১ বছর বয়সী কোচ লুইস ফন গাল। ফন গালের জায়গায় বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোম্যানকে পাচ্ছে ভার্জিল ফন ডাইকের দল।

গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় চেক রিপাবলিকের কাছে হেরে ডাচরা বিদায় নেয়ার পর বরখাস্ত হওয়া ফ্রাঙ্ক ডি বোয়েরের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফল গাল। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব নিয়ে নেদারল্যান্ডসকে ফের বিশ্বকাপের মূল পর্বে তোলেন তিনি। এর আগে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হওয়া দলটিকে এবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান ৭১ বছর বয়সী এই কোচ।

দ্বিতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব নেয়া ৫৯ বছর বয়সী কোম্যান ২০২৩ সাল থেকে তিন বছর ডাচদের দায়িত্ব সামলাবেন। কোমানের অধীনে অরেঞ্জরা ২০১৯ ন্যাশনস লিগে রানার্সআপ হয়েছিল। এর সঙ্গে ২০২০ ইউরোর জন্য কোয়ালিফাই করেছিল ডাচরা। কিন্তু বার্সা থেকে প্রস্তাব পাওয়ার পরপরই অরেঞ্জদের ছেড়ে যান কোম্যান। বার্সায় প্রায় ১৪ মাস ছিলেন তিনি, এরপর তাকে বরখাস্ত করা হয়।

ইউএইচ/

Exit mobile version