Site icon Jamuna Television

উন্নয়নের স্বার্থেই পাহাড় কাটতে হয়: বীর বাহাদুর

সরকার পাহাড় কাটার পক্ষে নয়, উন্নয়ন কার্যক্রমের স্বার্থে পাহাড়ে হাত দিতে হয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রোববার (১১ ডিসেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জানান, অবহেলিত জনপদ পার্বত্য চট্টগ্রাম। সেখানকার উন্নয়নের স্বার্থে রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে। এসবের প্রয়োজনে পাহাড় কাটতে হয়, নাপিত যেমন চুল কাটতে গেলে মাথায় হাত দেয়। তবে পাহাড়ের মূল বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকার সতর্ক আছে বলে দাবি করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী।

বীর বাহাদুর উশৈসিং বলেন, অসচেতনতার কারণে পাহাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।

/এমএন

Exit mobile version