Site icon Jamuna Television

সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে পস্তাতে হবে: কাদের

ফাইল ছবি।

সংসদ থেকে পদত্যাগের জন্য বিএনপিকে পস্তাতে হবে বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পতন যখন শুরু হয় মানুষ তখন ভুল সিদ্ধান্ত নেয়।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ধাক্কা দিয়ে ফেলা সম্ভব নয়, ১০ ডিসেম্বর আবারও তা প্রমাণিত হয়েছে। বিএনপির যেসব নেতারা খারাপ ভাষায় কথা বলছেন তাদের তালিকা করে সমুচিত জবাব দেয়া হবে।

এ সময় সম্মেলন থেকে ঘোষণা করা হয় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটির নাম। গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও সাধারণ সম্পাদককে অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version