Site icon Jamuna Television

জয়পুরহাটে বাস চাপায় সেনা সদস্যের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইস আলী নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে আক্কেলপুর শহরের উপজেলা গেইট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইস আলী আক্কেলপুরের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আক্কেলপুর শহর থেকে বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন নাইস আলী। পথিমধ্যে উপজেলা গেইটের সামনে আসলে অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

এএআর/ইউএইচ/

Exit mobile version