Site icon Jamuna Television

বিশ্বকাপ থেকে বাদ পড়ে নেইমারের আবেগঘন স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে নেইমাররা মাঠের মধ্যেই ভেঙে পড়েন কান্নায়। পরে নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) ইনস্টাগ্রামের পোস্টে তিনি বলেন, আমি মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি। এই পরাজয় আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। ম্যাচশেষে আমি অবিরাম কান্না করেছি। আমি প্রায় ১০ মিনিটের মতো প্যারালাইজড হয়ে ছিলাম।

তিনি আরও বলেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। দলটির জয় প্রাপ্য ছিল। কিন্তু ঈশ্বর তা চাননি। আমাদের সমর্থন দেয়ার জন্য এবং জাতীয় দলের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমরা কাজটি করতে পারেনি। এটি দীর্ঘ সময় আমাদেরকে কষ্ট দিয়ে যাবে। ঈশ্বর, সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে সব কিছু দিয়েছেন। তাই আমার কোনো অভিযোগ নেই।

/এনএএস

Exit mobile version