Site icon Jamuna Television

‘জয় বাংলার’ পাশাপাশি ‘জয় বঙ্গবন্ধু’ চেয়ে রিট

ফাইল ছবি।

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। এদিন হাইকোর্ট এই রিটটি শুনতে আগ্রহ প্রকাশ করেননি।

হাইকোর্ট বলেন, জয় বাংলাকে জাতীয় স্লোগান করতে হাইকোর্ট রায় দিলেও এ বিষয়ে জারিকৃত প্রশাসনিক আদেশে হাইকোর্টের রায়ের বিষয়ে কোনো উল্লেখই ছিল না। সুতরাং হাইকোর্টের রায় দিয়ে লাভ নেই। বরং প্রশাসনিকভাবেই ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করানো হোক। পরে রিটকারী আইনজীবী অন্তত একটি রুল চাইলে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ তাকে অবকাশকালীন ছুটির পর আসতে বলেন।

ইউএইচ/

Exit mobile version