Site icon Jamuna Television

ম্যাচ হেরে রেফারিকে দায়ী করছেন ইংলিশ ফুটবলাররা

ছবি: সংগৃহীত

শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের পর ম্যাচ রেফারি উইলতন সাম্পাইয়োর খেলা পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ ফুটবলাররা। তার রেফারিং এর মান নিয়েও প্রশ্ন তুললেন ইংলিশ তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম।

পুরো ম্যাচে ফ্রান্সের রক্ষণভাগের ফুটবলাররা বেশ আক্রমনাত্মক ভূমিকায় ছিল। ইংল্যান্ডের পাল্টা আক্রমণগুলোকে ফাউল করেই সেগুলো আটকে দেওয়ার চেষ্টা করে তারা। তবে সেই টেকেলগুলোর ক্ষেত্রে রেফারি সাম্পাইয়োর ভূমিকা নিয়ে সন্তুস্ট ছিলেন না ইংলিশরা।

ছবি: সংগৃহীত

ম্যাচশেষে রেফারিং নিয়ে অসন্তোষ জানান মিডফিল্ডার বেলিংহাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য সাম্পাইয়ো উপযুক্ত ব্যক্তি ছিলেন না বলেও দাবি করেন তিনি। রেফারির ওপর ক্ষুব্ধ ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইয়ারও। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ডি-বক্সের ভিতর সাকাকে ফাউল করার পর রেফারি সাম্পাইয়ো পেনাল্টি দিলেও কার্ড না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

/আরআইএম

Exit mobile version