Site icon Jamuna Television

ধর্ষণের অভিযোগে দুই খ্রিষ্টান ধর্মযাজক আটক

ভারতের কেরালা রাজ্যে এক মহিলাকে (৩২) ধর্ষণের অভিযোগে চার খ্রিষ্টান ধর্মযাজকের মধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কেরালা হাইকোর্ট তাদের জামিন নাকোচ করে দিয়েছে এমনটি জানিয়েছে বিবিসি।

ধর্ষণের শিকার ওই মহিলা বলেন, পর্যায়ক্রমে তিনি তাদের দ্বারা ধর্ষিত হয়েছেন। এমনকি পরবর্তীতে ব্ল্যাকমেইল করে তারা তাকে যৌনসঙ্গমে বাধ্য করতো বলেও জানান তিনি।

পুলিশ জানায়, ১৬ বছর বয়স থেকে এক ধর্মযাজক ওই মহিলাকে ধর্ষণ করে আসছেন বলে অভিযোগ। ওই মহিলা ঘটনাটি অন্য আরেকজন ধর্মযাজকে জানালে তিনিও তাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করতে থাকেন।

অন্য দুই ধর্মযাজকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

গত ফেব্রুয়ারি মাসে এ অভিযোগ সামনে আসে যখন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী ব্ল্যাকমেইলের বিষয়ে জানতে পারেন। তার স্বামীর সাথে এক ধর্মযাজকের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরালের পর গত ২রা জুন এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

Exit mobile version