Site icon Jamuna Television

৩৪ বছর পর আলোচিত লকারবি বিমান হামলার অভিযুক্ত গ্রেফতার

আলোচিত লকারবি বিমান হামলার অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে। আবু আগিলা মাসুদ নামের এই অভিযুক্তের বিরুদ্ধে দু’বছর আগেই হত্যা মামলা দায়ের করেছিল যুক্তরাষ্ট্র। খবর ফোর্বসের।

রোববার (১২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে স্কটল্যান্ড। এতোদিন ধরে তার খোঁজে তল্লাশি চলছিল।

এর আগে, নভেম্বরে লিবিয়ার একটি সশস্ত্র সংগঠনের হাতে আটক হন ঐ অভিযুক্ত। সেদেশেও তার বিরুদ্ধে রয়েছে বোমা বানানোর অভিযোগ। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওয়াশিংটনের ফেডারেল কোর্টে তোলা হবে মাসুদকে।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২১ ডিসেম্বর প্যান এএম-একশো তিন ফ্লাইটে বিস্ফোরণ ঘটানো হয়। বিমানটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। ঐ হামলায় প্রাণ যায় ২৭০ জনের। বলা হয়, ব্রিটিশ ভূখণ্ডে এটাই সবচেয়ে ভয়াবহ বিমান হামলার ঘটনা।

এসজেড/

Exit mobile version