Site icon Jamuna Television

খুব শিগগিরই দেখা হচ্ছে বন্ধু: এমবাপ্পেকে আশরাফ হাকিমি

সেমিফাইনালের মহারণে নামার আগে বন্ধু কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে টুইটারে পোস্ট করেছেন আশরাফ হাকিমি। পিএসজির জার্সিতে নিজেদের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন খুব শিগগিরই দেখা হচ্ছে বন্ধু।

ফরাসি ক্লাবে নিজেরা সতীর্থ হলেও এবার এমবাপ্পেকে আটকানোর দায়িত্ব থাকবে হাকিমির কাঁধে। একের পর এক চমক দিয়ে কাতারে যেন নতুন ইতিহাস লিখতে এসেছে মরক্কো। এফ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬-তে জায়গা করে নেয় তারা। মরক্কোর বিজয় রথে একে এক কাঁটা পড়ে স্পেন-পর্তুগালের মতো পরাশক্তিরা। এবারের বিশ্বকাপে উড়তে থাকা মরক্কো বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্সের বিপক্ষ মাঠে নামবে।

ফাইনালের মঞ্চে পৌঁছাতে দেশটির সামনে কেবল ফ্রান্স বাঁধা। সেই দলেই আবার খেলছেন আশরাফ হাকিমির বন্ধু কিলিয়ান এমবাপ্পে। একদিকে বন্ধু, অন্যদিকে ফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়ার লক্ষ্য; সবমিলিয়েই রোমাঞ্চকর এক সময় যাচ্ছে আশরাফ হাকিমির।

গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়ে বড় চমকের জন্ম দেয় মরক্কো। পরের রাউন্ডে টাইব্রেকারে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাকিমিকে অভিনন্দন জানান এমবাপ্পে। পিএসজি সতীর্থের সাথে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মরক্কোর পতাকার সাথে দেন ভালোবাসার ইমোজি।

/এমএন

Exit mobile version