Site icon Jamuna Television

২৬ দিন চাঁদের কক্ষপথে ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরলো নভোযান ‘ওরিয়ন’

২৬ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলো নাসা’র নভোযান- ওরিয়ন। রোববার (১১ ডিসেম্বর) প্রশান্ত মহাসাগরে এসে পরে ক্যাপসুলটি। খবর রয়টার্সের।

নাসা জানায়, প্রচণ্ড বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাশুটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় ওরিয়নের গতি। পরীক্ষামূলক হওয়ার কারণে এবারের অভিযানে ছিলেন না কোনো নভোচারী। তবে ২০২৪ সাল থেকে পরবর্তী দু’বছর চাঁদের বুকে মানুষকে ফেরৎ পাঠানোর কাজ করবে আর্টেমিস মিশন।

গেলো নভেম্বরে কারিগরি জটিলতার কারণে দু’দফা স্থগিত হয় উৎক্ষেপণ। অবশেষে ১৬ নভেম্বর চাঁদের কক্ষপথের উদ্দেশে রওনা হয় অত্যাধুনিক রকেট আর্টেমিস ওয়ান। পাড়ি দেয় ২০ লাখ কিলোমিটার পথ। মনুষ্যবিহীন চন্দ্রযানের মাধ্যমে মূলত চাঁদে নভোচারীদের অবতরণের জায়গাগুলো চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ঠিক ৫০ বছর আগে ‘অ্যাপোলো- সেভেনটিন’ অভিযানের মাধ্যমে সবশেষ চাঁদে পা রেখেছিলো মানুষ।

এটিএম/

Exit mobile version