Site icon Jamuna Television

মেসির হাতে উঠছে শিরোপা: ফাইভ থার্টি এইট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা এনালিস্ট প্রতিষ্ঠান ‘ফাইভ থার্টি এইট’ এর এবারের হিসাব মতে কাতার বিশ্বকাপের ট্রফি উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে। আর্জেন্টিনার পরেই সম্ভাবনার দৌড়ে এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় অবস্থানে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কোর সম্ভাবনা সবচেয়ে কম।

কোয়ার্টার ফাইনালের আগেও কাতার বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নদের নাম প্রকাশ করেছিল ফাইভ থার্টি এইট। ৮ দলের মধ্যে শিরোপা জয়ের দৌড়ে ৩৩ শতাংশ সম্ভাবনা নিয়ে সবচেয়ে এগিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মাত্র ১৩ শতাংশ সম্ভাবনা নিয়ে ইংল্যান্ড ও পর্তুগালের চেয়েও পিছিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু সময়ের সাথে পাল্টেছে পাশার দান।

ফাইভ থার্টি এইটের মতে চ্যাম্পিয়ন হওয়ার রেসে এগিয়ে থাকা তিন দলই বিদায় নিয়েছে দুই রাতের ব্যবধানে। ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগালকে ছাপিয়ে এখন শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা।

প্রতিষ্ঠানটির মতে, ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাবনা ৬৪ শতাংশ। আর ফাইনাল জিতে মেসির হাতে সোনালি ট্রফি ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ৩৭ শতাংশ। মরক্কোকে হারিয়ে ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৬৬ শতাংশ। আর ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে এমবাপ্পে-জিরুদের ট্রফি জেতার সম্ভাবনা ৩৫ শতাংশ।

চার দলের তালিকায় বিশ্বকাপ জয়ের সম্ভাবনার দিক থেকে ৩য় ও ৪র্থ দল ক্রোয়েশিয়া ও মরক্কো। গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার সম্ভাবনা ৩৬ শতাংশ। আর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৬ শতাংশ।

বিশ্বকাপে সাড়া জাগানো আফ্রিকান দল মরক্কোর ফাইনালে খেলার ৩৪ শতাংশ সম্ভাবনা দেখছে ফাইভ থার্টি এইট। আরব বিশ্বের প্রতিনিধিত্বকারী অ্যাটলাস লায়ন্সদের প্রথমবারের মতো স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরার সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ।

/এমএন

Exit mobile version