Site icon Jamuna Television

স্বস্তি নেই চালের বাজারে

ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারে। নতুন আমন চালে সয়লাব বাজার। আছে আমদানি করা চালও। তবুও দাম বাড়তি। পাইকারি পর্যায় থেকে চিকন চালের দাম বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়ত, এমন দাবি খুচরা বিক্রেতাদের।

অন্যদিকে পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে মৌসুমের নতুন চাল এলেও মিল গেট থেকে দাম কমানো হচ্ছে না।

এরমধ্যে মিনিকেটসহ দু-এক জাতের চিকন চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। বছরের মাঝামাঝি সময়ে যে চালের দাম ছিল ৪২ টাকা, তা এখন ৬০ টাকা। দফায় দফায় বৃদ্ধি পেয়েছে সব ধরনের চালের দাম। বাজারে সবচেয়ে কমদামি পাইজাম কিনতে কেজিপ্রতি গুনতে হবে ৬০ টাকা। বিআর-২৮ এর জন্য দিতে হবে ৬০ টাকা। মিনিকেট ৭২ আর নাজিরশাইল গিয়ে ঠেকেছে ৮০ টাকার বেশি।

/এমএন

Exit mobile version