Site icon Jamuna Television

উদ্ধোধনের জন্য প্রস্তুত মেট্রোরেল, প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। বলেন,উদ্বোধনের পর প্রথম দিকে যাত্রীদের অভ্যস্ত করে তোলার জন্য ট্রেন ছাড়া বা অপেক্ষার সময় বাড়ানো হবে। তবে উদ্বোধনের তিন মাসের মধ্যে পরিপূর্ণ অপারেশনে যাওয়া হবে বলে জানান তিনি।

/এমএন

Exit mobile version