Site icon Jamuna Television

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ হয়েছে: প্রধানমন্ত্রী

ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণ হয়েছে। আর এর সুফল পাচ্ছে দেশের জনগণ। সবকিছু ডিজিটালাইজড হওয়ায় মানুষের আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বিআইসিসিতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বলেন, সজীব ওয়াজেদ জয়ের পরামর্শেই বাংলাদেশ ডিজিটাল হয়েছে।

সরকার প্রধান আরও জানান, আওয়ামী লীগ সরকার ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিয়েছে। বলেন, ২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’। নিরাপত্তার কারণ দেখিয়ে বিএনপি সরকার সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশকে যুক্ত করেনি। যার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছিল দেশ।

/এমএন

Exit mobile version